আমি নয়ন ফেরাতে পারিনি----------
আমি নয়ন ফেরাতে পারিনি।
তুমি এত সুন্দর ওগো,
আগে কোনদিন ভাবিনি।।আমি---
পড়েছি অনেক কবির লেখা,
দেখেছি কতই চিত্র আঁকা,
তবুও যে তোমার মত,
কাউকে যে আমি দেখিনি।।আমি---
শুনেছি তোমার অনেক কথা,
ভাগ্যে জোটেনি দেখা।
প্রথম পলকে ভুলেছি সবই,
ভুলেছি আমার লেখা।
কত দিন পরে আজু হায়,
খুঁজে-খুঁজে পেয়েছি তোমায়,
স্বপ্নে দেখা সেই ছবির মতো,
চোখে যাহা কভু দেখিনি।।আমি---
নিখিল-------------
†*************†

Comments
Post a Comment