তোমার বিয়ের পর------------


                              তোমার    বিয়ের    পর    ।                                  কে সাজাবে বলো সাথী,আমার খেলা ঘর  ।।তোমার--
তুমি যে হায় পরের ঘরে,
রবে সাথী ঘোমটা  পরে,
আমার এ, মন  খুঁজবে শুধু,সেজে যাযাবর ।।তোমার---
আমার খেলার পুতুল সাথী,কে সাজিয়ে দেবে ।
আমার পাশে সুখে- দুঃখে,কে  জড়িয়ে   রবে   ।
মনে আমার তোমার কথা,
রয়ে - রয়ে   দেবে   ব্যাথা,
তোমার মত খেলার সাথী,পাবো কি গো আর।তোমার-
কাঁদলে আমি নয়নের জল,কে মুছিয়ে দেবে ।
তুমি   চলে  গেলে  সাথী, কেবা  পাশে   রবে ।
মেঘলা দিনে সকাল বেলা,
বকুল তলে  সাধের খেলা,
পড়বে নাকি তোমার মনে,হলেও  আমি পর।।তোমার--

                                                               নিখিল------

Comments

Popular posts from this blog

আমরা বাইদা বাইদানী------

পথ ভোলা পথিক রে তুমি-------