মায়ের দুধের ঋণ-------
মায়ের দুধের ঋণ।
শোধ হবেনা- শোধ হবেনা,
হয়না কোন দিন।।মায়ের----
কত আদর করে সে যে,
মানুষ করে তোলে।
ছেলের মুখের হাসির তরে,
নিজেরি সুখ ভোলে।
যতো মোদের গুণ-অবগুন,
তাহাতে হয় লীন।।মায়ের----
বুকের ব্যথা মুখে তাহার,
ফোটে নাযে কভু।
মাযে মোদের কত আপন,
বুঝি নাযে তবু।
তার আদরের তুলনা তো,
হয়না কোনো দিন।।মায়ের----
যেথায় থাকি যতই দূরে,
মাইতো শুধু ডাকে।
চাওয়ার আগে খাবার যোগায়,
প্রতি কাজের ফাঁকে।
মায়ের স্নেহ মায়ের আদর,
মহান চির দিন।।মায়ের----
নিখিল------------------
$$$$$$$$$$$$

Comments
Post a Comment