তোমার স্মরণে--------------
ফাগুন ঝরা লগনে।
মন যে আমার উঠছে কাঁদি,
তোমার স্মরণে।।ফাগুন------
যুই শেফালি যেমন হাসে,
তারা ঝরা নিশির শেষে,
আমার আশার মুকুল তেমনি বেসে,
ঝরছে গোপনে।।ফাগুন------
বুক ফেটে যায় বলতে নারী,
যেমন কাঁদে বনে বনচারী,
আমি ফেলতে নারী নয়ন বারী,
মন্দ বলে স্বজনে।।ফাগুন------
নিখিল ব্যাথা ছোট্ট বুকে,
সখা এসে যাও যে দেখে,
তোমার প্রেম সোহাগী থেকে-থেকে,
কাঁদছে বিজনে।।ফাগুন-------
নিখিল-----------
†************†

Comments
Post a Comment