যে হবে আমার------------
মানুষ- মানুষ মানুষে বোঝাই,
এই বিশ্ব সংসার।
শুধু পেলাম নারে মনের মানুষ,
যে হবে আমার।।
যার কাছে যাই কিছু পেতে,
সেও যে পেতে চায়।
না দিলে যে জায়না পাওয়া,
স্বার্থের দুনিয়ায়ে।
দিলেও আবার হয়না আদায়,
হয় যে ক্ষতি শার।।শুধু----
মানুষ রুপে মানুষ আছে,
তারে কোথায় পাই।
এই মানুষের ভিড়ে তারে,
পেলাম নারে ভাই।
খুঁজতে তারে হারিয়ে ফেলি,
নিজেকে আবার।।শুধু----
নিখিল-----------
†^^^^^^^^^^^†

Comments
Post a Comment