ফিরবে কবে দেশে তুমি রে------
ফিরবে কবে দেশে তুমি রে,
বন্ধু জুড়াইবে এ'বুক।
পড়ে নাকি তোমার মনে,
আমার ব্যথা ভরা মুখ।।
জানোনাকি তোমায় ভুলে,
সুখ পাবোনা এই নিখিলে,
আমি দূরদেশে তোমায় ফেলে,
ওগো চাইনা কোন সুখ।।পড়ে----
এলো রে বসন্ত ঋতু,
পাঠাই চিঠি নিতু - নিতু,
ওগো তবু যে মন কেনো ভীতু,
বাড়ে কেনো এতো দুঃখ।।পড়ে---
যদি কোন ভূল করি,
দিও আমায় ক্ষমা করি,
নিও আমায় আপন করি,
দিও বন্ধু সকল সুখ।।পড়ে----
নিখিল--------------
†**************†

Comments
Post a Comment