আমার মনের গান------
সাথী তোমায় শোনাবো আজ,
আমার মনের গান।
আমার ব্যথায় যদি তোমার ,
কেঁদে ওঠে প্রাণ।।
নিঝুম নিথর গভির রাতে,
আমার এ'হাতে তোমার হাতে,
রাখবো বলে এলাম পথে,
ভুলে আপন জন।।আমার----
দেখলে নাতো পিছন ফিরে,
ডাকে কে তোমারে।
হুছোট খেয়ে আমার এ'সুর,
থেমে গেলো দূরে।
সুর ধরেছে বনের পাখি,
চলছে শুধু তোমায় ডাকি,
চলার শেষে থামলো দেখি,
ক্লান্ত দেহ মন।।আমার----
নিখিল--------------------
† ×××××÷÷÷××××× †

Comments
Post a Comment