আমার স্মৃতি কথা------------
আসী এবার,দাওগো বিদায়,
ওগো কলিকাতা।
তোমার বুকে ,রেখে গেলাম,
আমার স্মৃতি কথা।।
ডাকো যদি আমায় তুমি,
আসবো ফিরে আবার আমি,
দেখবো বসে ,তোমার পাশে,
তোমার বিচিত্রতা।।তোমার----
কত ভালবাসা পেলাম,
তোমার কাছে এসে।
মন যে বলে ,চির দিনি,
রইযে তোমার পাশে।
ঠাই দিওগো তোমার কোলে,
আপন করে আপন বলে,
ভূলিয়ে দিও, আমায় তুমি,
এই বিদয়ের ব্যথা।।তোমার----

Comments
Post a Comment