আসি কিনা আসি-----------
দেশ ছেড়ে চলেছি আমি,
হোলাম পর বাসী।
এই জীবনে ফিরে গো আর,
আসী কিনা আসী।।
তাই কাঁদছে বুঝি বনের পাখী,
জল ভরা তার উদাস আঁখি,
তারে কে শোনাবে মোহন বাঁশী,
এই তরু তলে বসি।।এই-----
এই নদীর বাঁকে ক্ষেতের মাঝে,
আসবনা আর কোনো কাজে,
ওতাই শেষের দেখা দেখে তোমায়,
নয়ন জলে ভাসি।।এই-----
জানি আমি আমার ব্যথায়,
কাঁদে তরু-মরু বন লতায়,
মাঠের গাভি খেতের চাষায়,
ডাকবে হয়ে উদাসী।।এই-----
শেষের প্রনাম স্বদেশ মাতা,
আর শুনাবনা মনের ব্যথা,
শুধু শুনাইবো একটি কথা,
তোমায় ভালবাসী।।এই-----
নিখিল---------------
†***************†

Comments
Post a Comment