দিও বেদনা--------------
তুমি, দূরে আছো, দূরেই থাকো,
কাছে এসোনা।
নিঠুর, চাইনা তোমার,ভালবাসা,
দিও বেদনা ।।তুমি------
ঘুরবো আমি পথে-পথে,
নাইবা কেহ রইলো সাথে,
শুধু ,একা কেঁদে,মরুক আমার ,
মনের বাসনা।।তুমি------
ভেঙে গেলো যখন আমার,
আশার বাসর ঘর।
চেনা যে অচেনা হলো,
আপন হলো পর।
জ্বলুক আগুন থেকে-থেকে,
আমারি এই ভাঙা বুকে,
শুধু ,তুমি যেন ,থাকো সুখে,
জানাই প্রার্থনা।।তুমি-----
নিখিল-------------
†***************†

Comments
Post a Comment