বিদায় কলিকাতা---------------
বিদায় কলিকাতা বিদায়
কলিকাতা বাসী।
ডাক দিয়েছে সময় আমার,
এখন আমি আসি।।বিদায়---
আসবো আবার ফিরে,
যখন ডাকবে আদর করে,
গানে-গানে শুনতে পাবে,
তোমায় ভালোবাসি।।বিদায়----
বিদায় বেলা চোঁখের জলে,
লিখে গেলাম গান।
তোমায় ছেড়ে যেতে আমার,
উঠছে কেঁদে প্রাণ।
ওগো কিযে ভালোবাসা,
কিযে মধুর বাংলা ভাষা,
তবুও আমায় যেতেই হবে,
এখন আমি আসি।। বিদায়----
নিখিল------------

Comments
Post a Comment