নদীরে ও নদীরে---------
নদীরে ও নদীরে,
তোমার উথাল-পাথাল ঢেউ ।
দেখছি বসে একা আমি,
সঙ্গে নাইরে কেউ ।।নদীরে-----
চইলা গেছে বন্ধু আমার,
ভাটার টানে ভেসে ।
তাইতো আমি কান্দি একা,
তোমার কুলে বসে ।
ও নদীরে-----------
আসে যখন জোয়ার ভাবি,
আসে বুঝি সেও ।।নদীরে----
দেখা যদি পাও রে নদী,
তোমার চলার শেষে।
বলো অভাগিনী মরেছে যে,
তোমায় ভালো বেসে।
ও নদীরে------------
বলো তারে সে ছাড়া মোর,
নাই যে আপন কেউ ।।নদীরে-----
নিখিল-------------

Comments
Post a Comment