চলনা দুজনেই ঘুরে আসি আজ-------- -



চলনা  দুজনেই,  ঘুরে  আসি  আজ  ।
আজ যে ছুটির দিন,নেই কোন কাজ।।
দখিনা বাতাস বহে, উদাস  গগন  ।
চেয়ে দেখো ফুলে ভরা,বন-উপবন।
স্বপ্নের মাঝে  মন, হারালো যে আজ।।আজ যে-----
ফাগুনের আগমনে,পাখি গায় গান।
এলো যে বসন্ত তাই,খুশি ভরা প্রাণ।
দেখো সাথী দেখো তুমি,প্রকৃতির সাজ।।আজ যে----
ধরণী সেজেছে দেখো,অপ রূপ সাজে।
লাগিবেনা মন তাই,আজ কোন কাজে।
হারিয়ে চাহি যে যেতে,  দুজনেই  আজ।।আজ যে----

                                                  নিখিল---

Comments

Popular posts from this blog

তোমার বিয়ের পর------------

আমরা বাইদা বাইদানী------

পথ ভোলা পথিক রে তুমি-------