রাখালিয়ারে কেন বাজাও------------------
মন ভোলানো বাঁশী ।
আমি ঘর ছেড়ে, বাহিরে এসে,
নয়ন জলে ভাসি ।।রাখালিয়ারে---
আমি ,রোইতে নারী ঘরের মাঝে,
যতোই ডুবি সংসার কাজে,
আমি দেখবো বলে,তোমার ও মুখ,
যমুনাতে আসি ।।রাখালিয়ারে---
আমার সতীন সম ঘরের বেড়া,
তোমার - আমার মাঝে খাড়া,
কবে বাঁধন খুলে তোমার পাসে,
রাখবে ভালবাসি ।।রাখালিয়ারে--
তুমি দেখা যদি নাহি দিলে,
তবে ভালো কেন বেসেছিলে,
কেন আশা দিয়ে অবলারে,
করলে কুল নাসি ।।রাখালিয়ারে---
নিখিল-------
************

Comments
Post a Comment